সোহরাওয়ার্দীতে ১০ ডিসেম্বর ঐক্যফ্রন্ট জনসভা করবে

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮

একুশ নিউজ: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী সোমবার (১০ ডিসেম্বর)  জনসভা করতে চায় বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নিজেদের দাবি দাওয়া ও খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরা হবে।

আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, জনসভা উপলক্ষে আমরা পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আশা করছি, ১০ ডিসেম্বর (সোমবার) ঐক্যফ্রন্টের এই জনসভা সার্থক হবে, সাফল্যমণ্ডিত হবে।

রিজভী বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সমতল ক্রীড়াভূমি) কথাটি তামাদি করে ফেলেছে আওয়ামী সরকারের মদদপুষ্ট নুরুল হুদা কমিশন।’

আইন, ন্যায়বিচারের তোয়াক্কা না করে সরকার খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। সরকার জানে, অন্যায় পথে নির্বাচন অনুষ্ঠান ছাড়া জনসমর্থনশূন্য আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের অন্য কোনো উপায় নেই।

তাই নির্বাচনী ব্যবস্থা এবং আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবারও ক্ষমতায় যেতে চান। সে জন্য বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন-নিপীড়ন এবং যত রকম কৌশল আছে তা সরকার প্রয়োগ করছে।

রিজভী বলেন, অন্যায় পথে নির্বাচন অনুষ্ঠান ছাড়া জনসমর্থনশূন্য আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের অন্য কোনো উপায় নেই। তাই নির্বাচনী ব্যবস্থা এবং আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবার ক্ষমতায় যেতে চান।

‘হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে এবার আর লাভ হবে না। যখন জনগণ ভোটের মাঠে নেমে আসবেন, তখন কোনো ফন্দি কাজে দেবে না। কাচের মতো সব কিছু চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। সরকারের অবরোধের কৌশলে জনগণ আত্মসমর্পণ করবে না।’

/সিএইচ

Comments