সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচন: রিজভী

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

একুশ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ইসি।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট থাকায় বিদেশী পর্যবেক্ষকরা যাতে নির্বাচন পর্যবেক্ষণে না আসতে পারে সে কারণেই ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে বেছে নেয়া হয়েছে।

মঙ্গলবাার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

এ সময় সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবি জানান রিজভী।

প্রসঙ্গ, বিএনপি ও জাতীয় ঐক্যের পক্ষ থেকে গতকালকেও নির্বাচন কমপক্ষে এক মাসি পিছিয়ে দেয়ার দাবি জানানো হয়।

জাতীয় ঐক্যের অন্যতম নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, নির্বাচন পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট অনঢ় থাকবে।

/আরএ

Comments