সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮ একুশ নিউজ: এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জাপার নেতৃত্বাধীন জোট ইউএনএ জোটের পক্ষ থেকে এই চিঠি দিয়েছেন এরশাদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে এরশাদের চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়। এ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার পর তৃতীয় পক্ষ হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। উল্লেখ্য, গত রোববার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেন ৭ দফা দাবি ও ১০ দফা লক্ষ্য উল্লেখ্য সহ সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিটি দেন। এরপর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ড. কামালের কাছে চিঠি পৌঁছে দেন। চিঠিতে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার সন্ধায় আমন্ত্রণ জানিয়েছেন। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: