শেখ হাসিনা ও এরশাদের আলোচিত বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮ একুশনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মধ্যে রোববার (৯ সেপ্টেম্বর) রাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ শেষ মূহুর্তে যোগ দেন। শুরুতে শেখ হাসিনার সাথে এরশাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এরশাদের সাথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু ও পরে কাজী ফিরোজ রশীদ যোগ দেন। বৈঠকে তারা মহাজোটগত ভাবে নির্বাচন করার বিষয়ে ঐক্যমতে পৌছান। তবে রাজনীতির ময়দানে এরশাদ স্বাধীনভাবে কথা বলবেন বলে সিদ্ধান্ত হয়। এছাড়া, নির্বাচনকালীন সরকারে জাপা থাকবে বলেও সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, মহাজোট গত ভাবে এরশাদের নির্বাচনী আসন ও ক্ষমতার অংশীদারিত্বের প্রস্তাব শেখ হাসিনা ইতিবাচকভাবে নিয়েছেন। আসন ও ক্ষমতা ভাগাভাগি নিয়ে কোন সমস্যা হবে না বলে অাশ্বাস দেন তিনি। বৈঠক শেষে দুই পক্ষের নেতারাই ছিলেন ফুরফুরে মেজাজে। -এএইচ Comments SHARES রাজনীতি বিষয়: শেখ হাসিনা ও এরশাদের আলোচিত বৈঠকের যেসব সিদ্ধান্ত হয়েছে