মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ রোজা রেখেই ফাইনাল খেলবে

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮

স্টাফ রিপোর্টার : আগামী শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইউক্রেনের কিয়েভে স্প্যানিশ জায়ান্টরিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব লিভারপুল।

ফাইনাল ম্যাচটা রমজান মাসে হওয়ায় স্বাভাবিকভাবেই রোজার প্রসঙ্গটা চলে আসে। কিয়েভে যখন ফাইনাল ম্যাচটি শুরু হবে তখনো ইফতারির সময় হবে না। স্থানীয় সময় অনুযায়ী যখন সূর্যাস্ত হবে ততক্ষণে খেলা শুরু হয়ে যাবে। খেলা চলার মধ্যেই তাই ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার করতে হবে।

এদিকে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ রোজা রেখেই ফাইনাল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। মিসরের সংবাদপত্র ‘আল মাসরি আল ইউম’ তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে বিষয়টি। সালাহ যে খুব ধর্মপরায়ণ এতে বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে ওঠে।

শুধু সালাহ একাই নন, লিভারপুলে আরও দুজন গুরুত্বপূর্ণ মুসলমান ফুটবলার রয়েছেন। তারা হলেন সাদিও মানে এবং এমেরে। রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা আর আশরাফ হাকিমিও মুসলিম। তবে তারা রোজা রেখে খেলবেন কি না সে ব্যাপারে এখনো সুস্পষ্ট করে কিছুই জানা যায়নি।

#এ্কুশ নিউজ/এএইচ

Comments