মিথ্যা বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

একুশ নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে বিদেশি সংস্থার কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের প্রবণতা হলো বিএনপিকে হেয় করা।

বিএনপির সঙ্গে আইএসআই’র কোনো বৈঠক হয়নি উল্লেখ্য করে ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মিথ্যা বক্তব্য প্রদানের অভিযোগে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, পাকিস্তানি কূটনৈতিক ও লন্ডনে তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে, বলা হচ্ছে তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের কোনো বৈঠক কখনো হয়নি।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। না হলে এ মিথ্যাচারের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার, সেটি আমরা নেবো।

এর আগে সোমবার দুপুরে নোয়াখালীকে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে।

লন্ডনে তারেক আর ঢাকায় মির্জা ফখরুল ষড়যন্ত্র করছে। তিনি বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএস’র সাথে গোপন বৈঠক করে এই ষড়যন্ত্র করছে বিএনপি।

/আরএ

Comments