ব্যারিস্টার রফিকুলের জামিন আবেদন খারিজ; ডিভিশন ও চিকিৎসা দিতে নির্দেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮ একুশ নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে তবে কারাবিধি অনুযায়ী, তাকে চিকিৎসা প্রদান ও ডিভিশন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বিকালে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার দায়ে দুদকের এক মামলায় গতকাল আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। বিনাশ্রম কারাদণ্ডের আদেশ পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব। পরে সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে নিজ বাসায় ফেরার পথে রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: ব্যারিস্টার রফিকুলের জামিন আবেদন খারিজ; ডিভিশন ও চিকিৎসা দিতে নির্দেশ