বৃহস্পতিবার ঢাকায় বিএনপির জনসভা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার রাজধানীতে জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি। সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি আগামী বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার করা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এই জনসভা করবো বলে যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। জনসভা নিয়ে আমাদের যে প্রক্রিয়া ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। জনসভার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দিয়েছে বিএনপি। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করে বিএনপি। সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, আবদুল আউয়াল খান ও সাইফুল ইসলাম পটু উপস্থিত ছিলেন। /এমএম Comments SHARES রাজনীতি বিষয়: বৃহস্পতিবার ঢাকায় বিএনপির জনসভা