‘বিশ্ব স্ট্রোক সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ২৭ অক্টোবর

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

রুম্মান আজিজ, নিজস্ব প্রতিবেদক: ‘স্ট্রোট সম্পর্কে সচেতন হোন জীবন বাঁচান’ শীর্ষক স্লোগান নিয়ে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে সেমিনার করবে স্ট্রোক কেয়ার সেন্টার।

আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
ইবনে সিনা হাসপাতালের স্ট্রোক ইউনিটের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিশেষজ্ঞ ডাক্তার এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

কোনো কারণে মস্তিস্কের রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে স্ট্রোক সংঘটিত হয়। বিশেষ করে রক্তনালী বন্ধ হয়ে কিংবা ছিড়ে গেলে এই রক্ত সরবরাহে বিঘ্ন ঘটে। স্ট্রোকের সব থেকে বড় কারণ উচ্চ রক্তচাপ।

বিশ্বে এই রোগে প্রতিবছর ২ কোটি মানুষ মৃত্যু বরণ করে। আক্রান্ত হয় প্রায় ৬ কোটি মানুষ। স্ট্রোকে আক্রান্ত রোগিদের বেঁচে থাকাদের মধ্যে ৩০ ভাগ মানুষ পক্ষাগাতগ্রস্থ হয়ে পড়ে। পূর্ণ সুস্থ হতে পারে ৩০ ভাগ। বাকী ৪০ ভাগ মানুষই মৃত্যবরণ করে।

এ জন্য স্টোক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশ্বে প্রতিবছর ২৯ অক্টোবর ‘বিশ্ব স্ট্রোক সচেতনতা দিবস’ পালন করা হয়। পরিকল্পিত সচেতন জীবন যাত্রায় এ রোগ থেকে বেঁচে থাকা যায়।

/আরএ

Comments