পেস বোলারদের খেলতে না দেয়াটা দুঃখজনক: রুবেল

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে বুধবার(৫ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে আসেন টাইগার পেসার রুবেল হোসেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় টেস্টে পেসার না খেলানোর প্রসঙ্গ আসলে রুবেল বলেন, স্পিনাররা যখন ভালো করে তখন পেস বোলাররা খেলতে দেয়া হয় না, এটা একটু দুঃখজনক।

তারপরও আমার কাছে মনে হয় ওয়ানডেতে এমন হবে না, ওয়ানডেতে একটু ডিফ্রেন্ট হবে। উইকেটে ওইভাবে স্পিন থাকবে না। আমার কাছে মনে হয় না ওরকম হবে।

ঘরের মাঠে টিম বাংলাদেশ একের পর এক রেকর্ড সৃষ্টি করছে। টানা দুই টেস্টে স্পিন আক্রমণে সফরকারী উন্ডিজকে ধসিয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে প্রতিপক্ষের ৪০টি উইকেটই তুলে নিয়েছে স্বাগতিক স্পিনাররা। যার ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগারদের একাদশে কোনো পেসারদেরই রাখা হয়নি।

ইতিহাস সৃষ্টি করে সিরিজের দ্বিতীয় টেস্টে কোন পেসার ছাড়াই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। কোনো পেসার ছাড়া টেস্ট ক্রিকেট খেলার বিষয়টিকে দুঃখজনক বলছেন ফাস্ট বোলার রুবেল হোসেন।

সকল পেস বোলারদের জন্য বিষয়টি খারাপ লাগার উল্লেখ করে রুবেল জানান, পেসাররাও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।

চলতি বছর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে এসেছে বাংলাদেশ।

এবারের টার্গেটটা কেমন হবে জানতে চাইলে রুবেল বলেন,আসলে এটা তো বলা যাচ্ছে না।

আমরা অবশ্যই সিরিজ জেতার জন্য মাঠে নামবো। ৩-০ বা ২-০ এ ধরনের কোন কিছুই বলা যাচ্ছে না।

আমাদের প্রতিটা প্লেয়ার খুব কনফিডেন্ট আছে। ভালো একটা টেস্ট সিরিজ আমরা জিতেছি, এটা আমাদের প্লেয়ারদের অনেক আত্মবিশ্বাস দিবে।

সাম্প্রতিক নিজের পারফর্মেন্স নিয়ে সাংবাদিকদের জানান, লাস্ট দুই তিনটা সিরিজ আমি খুব ভালো রিদমে আছি। আমি যদি সুযোগ পাই আমি আমার বেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করবো, যেটা সবসময় করি।

অধিনায়কত্ব বিষয়ে বলেন, এটা তো আসলে ইঞ্জয় করছি, ফার্স্ট টাইম তো জীবনের। ইঞ্জয় করছি, ভাল্লাগসে।

টেস্টের কাপ্তান ফাস্ট বোলার হলে সে বিষয়ে বলেন, না আমার কাছে মনে হয় ঠিক আছে, ওয়ানডেতে মাশরাফি ভাই পেসার, টেস্টে সাকিব ভাই স্পিনার। আসলে এই প্রশ্নের আন্সার আমি পাচ্ছি না কি হবে।

প্রায় সময় শুনা যায়, বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলতে চায় না। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট। এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে রুবেল উল্লেখ করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা।

এ ধরনের কথা কারা বের করছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কিসের জন্য। এই ক্রিকেটই আমার রুটি রুজি। এটার ওপরেই আমি চলি। আমার পরিবার চলে। তাই না, এটার সাথে তো আমার চিটিং করার কিছু নেই। আমি জানি না এটা কারা বের করছে, বাট আমি কখনই বলি নাই আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।

লম্বা স্পেলে বোলিং করতে চান না জিজ্ঞেস করা হলে তিনি জানান, না না এধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি তো, আমি টেস্ট যদি ইঞ্জয়ই না করতাম তাহলে আমি এটাকে এড়ায়ে চলে যেতাম। আমি এটার সাথে কখনই চিটিং করি না।

উইন্ডিজের কোন ব্যাটসম্যান তাকে ভাবাচ্ছে কিনা এমন প্রশ্নে রুবেল জানান, আসলে ওই ধরনের কোনো কিছু করি নাই।

কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়েই আমাদের দেখতে হয়। আমাদের ভিডিও অ্যানালিস্ট আছে, সে সবার ভিডিও দিয়ে দেয়।

ওইরকম আলাদা ভাবে কাউকে দেখার হয় নাই।ওদের টিমে সবাই তো মেইনলি স্ট্রোক খেলতে পছন্দ করে। আমাদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

/সিএইচ

Comments