পুলিশি বাধায় পণ্ড হলো বাম জোটের ইসি ঘেরাও!

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

স্টফ রিপোর্টার: পুলিশি বাধায় পণ্ড হলো বাম জোটের ইসি ঘেরাও পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বাম গণতান্ত্রিক জোটের ইসি ঘেরাও কর্মসূচি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের জন্য মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ কারওয়ান বাজারের কাছে সার্ক ফোয়ারার সামনে তাদের বাধা দেয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাম নেতাদের হাতাহাতি হয়। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে আহত হন।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ দেব বলেন, দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করতে মিছিল নিয়ে যাত্রা করা হয়। প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে কারওয়ান বাজার মোড়ে গেলে মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ করে। এতে জোনায়েদ সাকি, গোলাম মোস্তফাসহ অনেকে আহত হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবির বলেন, আমরা নেতাকর্মীদের ওপর হামলা করিনি। উল্টো তারাই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করেছে। পরবর্তীতে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তাদের এ কর্মসূচির কারণে কাওরান বাজার এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

/এমএম

Comments