ড. কামালের কাছে ইনুর পাঁচ প্রশ্ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮ একুশ ডেস্ক: ড. কামাল হোসেনের কাছে জানতে চেয়ে পাঁচটি প্রশ্ন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইনুর করা প্রশ্নগুলো হলো, ১. রাজবন্দির সঙ্গা কী, রাজবন্দির তালিকা কিভাবে তৈরি করবেন এবং তাতে কাদের নাম থাকবে, ২. রাজনৈতিক মামলার সঙ্গা কী, ৩. নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কী, সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে, ৪. সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার নিয়ম কী আইনের শাসন এবং গণতন্ত্রের সঙ্গে যায়, ৫. নল যার হাতে তার কাছে কী বিচারিক ক্ষমতা দেয়া যায়। শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ড. কামাল হোসেনের কাছে জানতে চেয়ে এই পাঁচ প্রশ্ন করেন তথ্যমন্ত্রী ইনু। তথ্যমন্ত্রী বলেন, আমার এই পাঁচটি প্রশ্নের সদুত্তরের মধ্য দিয়ে অনেক বিভ্রান্তি দূর হবে এবং ঘটনাটি পরিষ্কার হবে বলে আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, জাসদ নেতা বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোহাম্মদ মোস্তফা বকুল প্রমুখ। Comments SHARES রাজনীতি বিষয়: ড. কামালের কাছে ইনুর পাঁচ প্রশ্ন