জাতিসংঘের আমন্ত্রণে নিউইয়র্কে ফখরুল, সিদ্ধান্ত আমরাই নেবো ওবায়দুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ স্টাফ রিপোর্টার: জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ছাড়েন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের সঙ্গে এই সফরে রয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বিএনপি নেতাদের বরাতে জানা যায়, এই সফরে বিএনপি মহাসচিব নিউ ইয়র্কে জাতিসংঘ কর্মকর্তাদের এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন আয়োজনের তোড়জোড় চললেও তাতে বিএনপির অংশগ্রহণ এখনও অনিশ্চিত। বিএনপি সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করলেও তাতে সাড়া দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের আগে সন্দিহান এমন মুহুর্তে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রেণে মির্জা ফখরুলের এই সফরকে ঘিরে ইতোমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই সফরে মির্জা ফখরুল নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা করবেন এমনটাই ধারণা। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রতিক্রিয়া সাংবাদিকদের বলেছেন, তারা তো জাতিসংঘে অবিরাম অভিযোগ দিয়েই যাচ্ছে। দেশের বিরুদ্ধে অভিযোগ দিয়ে যাচ্ছে, নালিশ করছে। জাতিসংঘ কাউকে ডাকলে যাবে। কোনো সমস্যা থাকলে জাতিসংঘ জানতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। সংবিধান বহির্ভূত কোনো ‘প্রেসারের কাছে’ সরকার নতি স্বীকার করবে না বলেও জানিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। /এমএম Comments SHARES রাজনীতি বিষয়: জাতিসংঘের আমন্ত্রণে নিউইয়র্কে ফখরুলসিদ্ধান্ত আমরাই নেবো ওবায়দুল