জগাখিচুড়ি ঐক্য টিকবে না: ওবায়দুল কাদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ একুশনিউজ: জাতীয় ঐক্য প্রকিয়াকে জগাখিচুড়ি জাতীয় ঐক্য উল্লেখ্য করে তা টিকবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জগাখিচুড়ি জাতীয় ঐক্য। এই জগা খিচুড়ি জাতীয় ঐক্য শেষ পর্যন্ত টিকবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো জাতীয় ঐক্য হবে না, হতে পারে না। আজ সোমবার কক্সবাজার শহরের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হোটেলে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকার একটা সমাবেশেও আওয়ামী লীগের সমপরিমাণ লোক দেখাতে পারেনি বিএনপি। এ কারণে বিএনপির গায়ে জ্বালা, অন্তর্জ্বালা ও হতাশা শুরু হয়েছে। নৌকার পক্ষে ট্রেন যাত্রা, সড়ক যাত্রা অচিন্তনীয়, অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি একেবারেই হতাশ হয়ে পড়েছে। তারা হতাশা থেকে আবোল-তাবোল বকছে। এ নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। তিনি বলেন, আন্তর্জাতিক সমীক্ষা জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৬ ভাগ, আর আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৪ ভাগ। আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে বাদ দিয়ে দেশে কোনো জাতীয় ঐক্য হবে না। এই ঐক্য দেশের মানুষ মেনে নেবে না। ওবায়দুল কাদের বলেন, জন-জোয়ারের কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক। তার সততা ও নেতৃত্ব মানুষের মধ্যে আশা জাগিয়েছে। /এমএম Comments SHARES রাজনীতি বিষয়: জগাখিচুড়ি ঐক্য টিকবে না: ওবায়দুল কাদের