একুশ নিউজ: নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাসভবনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
দুর্নীতি দূরীকরণ ও স্বচ্ছতা, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন সহ ১৯ দফা ইশতেহার ঘোষণা করেন হাসান উদ্দিন সরকার।
বিকেলে বোর্ডবাজার, গাছা বাজার, চান্দরা মাদ্রাসা, মির্জা ইব্রাহীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে পথসভা ও প্রচারণা চালাবেন বিএনপির এ প্রার্থী।
এদিকে, সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেয়র নির্বাচিত হলে গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওয়াদা করে পথসভায় উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন জাহাঙ্গীর আলম।
/এমএম