খালেদার মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮ একুশ নিউজ ২৪: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটি। রাজধানীতে শনিবার সকাল ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে এক ঝটিকা মিছিল হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি জানিয়েছে বিএনপির এই মুখপাত্র বলেন, অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জামালপুর: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে বিক্ষোভ করেছে জামালপুর জেলা বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন সাহিদা আক্তার রিতা, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, লোকমান আহমেদ লোটন, আনিছুর রহমান বিপ্লব, শফিউর রহমান শফি, কাজি মশিউর রহমান, আহসানুজ্জামান রুমেল, ফিরোজ মিয়া, মিজানুর রহমান মিজান, সজিব খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ। লক্ষীপুর: লক্ষীপুরে বিএনপি’র জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘বাংলাদেশের মাটিতে যদি গণতন্ত্রকে সুসংহত ও টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে সংলাপ করতেই হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে অধিকার ছিনিয়ে আনবে জনগণ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সে লক্ষ্যে আলোচনায় বসুন, সংলাপ করুন।’ অন্ধকারের মধ্যে খালেদা জিয়াকে সাজা দেওয়ার পরিকল্পনা চলছে অভিযোগ করে তিনি বলেন, দেশের মাটিতে সম্ভব এটা হবে না। রক্তচক্ষু দেখিয়ে খালেদা জিয়ার মুক্তি ঠেকানো যাবে না। বরিশাল: বরিশালে পুলিশ বেস্টনীতে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিক্ষোভ করে মহানগর বিএনপি। এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক এবং মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ অন্যান্যরা। এর আগে শনিবার সকাল ১০টায় একই স্থানে একই দাবীতে উত্তর ও দক্ষিন জেলা দক্ষিন বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপিতত্ব করেন দক্ষিন জেলা দক্ষিন বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। এসময় বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন সহ বিভিন্ন উপজেলা বিএনপি’র নেতারা। দুটি সমাবেশ থেকে বক্তারা কারাগারের ভিতরে আদালত স্থানান্তরের প্রতিবাদ এবং অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এদিকে বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সদর রোডের বিএনপি কার্যালয় চত্ত্বরসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ। সুনামগঞ্জ: শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে খামারকালি এলাকায় বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট মল্লিক মঙ্গন উদ্দিন সোহেল প্রমুখ। এছাড়ারাও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কারাগারে আদালত বসানোর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। /এমএম Comments SHARES রাজনীতি বিষয়: