শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হলে দেশের অর্থনীতি বদলে যাবে: আশরাফ আলী আকন

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯

একুশ প্রতিবেদক: ‘শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হলে দেশের অর্থনিীতির চাকা দ্রুত গতিতে সচল হবে। শ্রমিকরা সমাজ বিনির্মাণের কারিগড়। দেশের অর্থনীতির নির্মাতাই শ্রমিক সমাজ। সুতরাং সমাজে শৃঙ্খলা ফিরাতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে’।

শ্রমিক সমাবেশের প্রস্তুতি সভায় এসব কথা বলেছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।

মে দিবস উপলক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে পয়লা মে রাজধানীতে শ্রমিক সমাবেশ বাস্তবায়নে আজ বাদ এশা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যপক আকন বলেন, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে সামাজ-রাষ্ট্র নির্মাণ করে। তাদের প্রতি অবহেলা করা কিংবা অবিচার করা চরম অন্যায়। সুতরাং রাষ্ট্রের উন্নতির স্বার্থেই শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও মে দিবসের কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, এইচ এম রফিকুল ইসলাম, ইজি অটো মোটরবাইক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতী মোবাসসের হোসেন আলমগীর প্রমুখ।

/আরএ

Comments