‘রাষ্ট্রপতির কাছে ভোটের অনিয়মের পদক্ষেপ চাইলেন চরমোনাই পীর’ (ভিডিও)

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

আহমাদ সাঈদ, বিশেষ প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জাতির অভিভাবক।

তিনিই এখন অভিযোগ শুনার শেষ জায়গা। ৩০ তারিখের নির্বাচনের অনিয়মের ব্যাপারে তিনি ব্যবস্থা নিবেন আমরা সেটা আশা করছি।

আজ বুধবার দুপুরে রাজধানীর বিএমএ অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতাকারী ইসলামী আন্দোলনের প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর আরো বলেন, রাষ্ট্রপতি দেশের সকল নাগরিকের অভিভাবক। তাঁর বিবেককে নাড়া দিতে হবে। সেটা যদি তিনি না পারেন আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না।

তিনি বলেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একাদশ জতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির উপযুক্ত পদক্ষেপ চেয়ে স্মারকলিপি দিচ্ছি। আমরা আশা করি জাতির অভিভাবক হিসেবে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে বিএমএ অডিটরিয়ামের সামনে দলীয় নেতাকর্মীরা জমায়েত হয়।

এখানে সংক্ষিপ্ত সামবেশ শেষে দলীয় আমীরের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

সংশ্লিষ্ট খবর…
নির্বাচনে সবাইকে মাঠে ডেকে প্রকাশ্যে প্রতারণা করা হয়েছে: চরমোনাই পীর

এর আগে তিনি বিএমএ অডিটরিয়ামে একাদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রতিদন্ধিতাকারী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

এসময় উপিস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

https://www.youtube.com/watch?v=1fobwUUHclg&t=80s

/এসএস

Comments