খুলনায় ঐক্যফ্রন্ট সহ ছয় প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় ধানের শীষের ৫ সহ ৬টি আসনের প্রার্থীরাই ভোট বর্জন করেছে। তাদের মধ্যে পাঁচজন হলেন ঐক্যফ্রন্টের।

তারা হলেন, খুলনা- ১ আসনের আমীর এজাজ খান, খুলনা- ২ আসনের রফিকুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের আজিজুল বারি হেলাল, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের গোলাম পরওয়ার ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আবুল কালাম আজাদ।

অন্যজন হলেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভরায়। তার প্রতীক লাঙ্গল।

খুলনা-৫ আসনের গোলাম পরওয়ার রোববার সকাল ১০টায় ফুলতলায় সাংবাদিকদের বলেন, ১৩৩টা কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ভোটারদের বলা হচ্ছে, নৌকায় ভোট দিতে হবে। না হলে পুলিশে দেওয়া হবে। এভাবে চললে আমি কোনো ভোট পাবো না। ফলে এই নির্বাচনকে আমি বৈধতা দেবে না। তাই ভোট বর্জন করলাম।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষেও একই অভিযোগ আনা হয়েছে। আজাদ নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির শাহ আলম বেলা ১২টায় ঘোষণা দেন, এই নির্বাচনে আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এ নির্বাচন বর্জন করছি।

এছাড়া ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভরায়। তিনি অভিযোগ করেন, আমার নেতাকর্মীরা ভোটকেন্দ্রে যেতে পারছে না। এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই ভোট বর্জন করছি।

/এসএস

Comments