বান্দরবানে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

নুসিং মারমা, বান্দরবান প্রতিনিধি: জাতীয় সংসদের ৩০০ নং আসন বান্দরবানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।

সারাদেশের ন্যায় রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় জেলার ৭টি উপজেলার ১৭৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

সকালে বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি ভোট দেন।

বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। সারা দিন জেলার কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, ‘বান্দরবানে ছয় স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন, ‘আমরা বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখানে ভোটাররা খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন। জেলার কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ হয়েছে।

/এসএস

Comments