ভোলায় যাত্রীবাহি লঞ্চ থেকে বিদেশী মদ ও ক্যান উদ্ধার, মাল কেরানি আটক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

স্টাফ রির্পোটার: ভোলার লালমোহনে যাত্রীবাহি এমভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চ থেকে ৮ বোতল বিদেশী মদ ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২৫মার্চ) সকাল ৭টার দিকে লালমোহন লঞ্চ ঘাটে রোববার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি লঞ্চ এমভি গ্লোরী অব শ্রীনগর-২ অবতরণ করলে লঞ্চে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসময় মাদকের চালানের সাথে জড়িত থাকার সন্দেহে লঞ্চের মাল কেরাণী মোঃ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

মোঃ হোসেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. মোস্তফা মুন্সির ছেলে। সে ঢাকা টু লালমোহন এমভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চের মাল কেরাণী।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রোববার ঢাকা থেকে লালমোহনে ছেড়ে আসা এমভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চে মাদকের একটি চালান আসছে।

সোমবার সকালে লঞ্চটি লালমোহন ঘাটে আসলে লঞ্চের মাল কেরাণীর কেবিনের সামনে থেকে বড় ৩টি কাটুনে ১৪৪ ক্যান বিয়ার ও বড় ৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে লঞ্চের মাল কেরাণী মোঃ হোসেনকে আটক করা হয়।
এ বিষয়ে এমভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চের পরিদর্শক মোঃ শামিমের কাছে ঘটনা জানতে চাইলে তিনি সংবাদিকদের সাথে কথা বলতে অপারগ প্রকাশ করেন।

অপরদিকে লঞ্চ মালিক মোঃ কামরুল ইসলাম বলেন, এ বিষয়টি আমি কিছুই জানি না।

বিআইজে/

Comments