টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে লড়ছেন ৬ প্রার্থী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮ তুষার সান্যাল, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দেশের বড় দুই রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন মোট ৬ জন প্রার্থী। যাদের প্রত্যেকে নিজ নিজ দলের পক্ষ থেকে দলীয় প্রতিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। ছয় প্রার্থীর প্রচারণায় ইতোমধ্যে নির্বাচনী মাঠ বেশ জমে উঠেছে। ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ৩ লাখ ২২ হাজার ৬৭৩ জন ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৭৯৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৬০ হাজার ভোটার রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন টানা তিনবারের এমপি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন (নৌকা), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শাহিনুর ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির (লাঙল), খেলাফত মজলীসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান (দেয়াল ঘড়ি), এবং স্বতন্ত্রপ্রার্থী শ্রীমতি রূপা রায় চৌধুরী (বাঘ)। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: