একাদশ জাতীয় সংসদ

৭ মার্চ শপথ নিবেন সুলতান-মোকাব্বির

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯

ডেস্ক: আগামী ৭ মার্চ একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত দুই এমপি সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের দুই সংসদ সদস্যকে শপথ বাক্যপাঠ করাতে আগামী ৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় সময় দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকারের দপ্তর এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শপথ নেওয়ার বিষয়ে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর এবং সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য্য প্রতীক নিয়ে নির্বাচিত মোকাব্বির খানের চিঠি রবিবার স্পিকারের দপ্তরে পৌঁছায়।

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এই দুই সংসদ সদস্য নিজ নিজ শপথ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে স্পিকার বরাবর চিঠি দিয়েছেন বলে গতকাল শনিবার গণমাধ্যমকে জানিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। জাতীয় ঐক্যফ্রন্টের ব্যনারে বিএনপি ও গণফোরামের মাত্র ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ও গণফোরাম দলীয় ও জোটগতভাবে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেন এবং সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন।

এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত সংসদ সদস্যকে শপথ নেওয়ার আহ্বান জানান।

এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও গণফোরামের নানা হুশিয়ারি উপক্ষা করে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান।

/আরএ

Comments