শপথ নিলেন সুলতান মনসুর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম থেকে মনোনীত এ প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে জয়লাভ করেন। সুলতান মনসুর শপথ নিলেও জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। একই দলের অপর নির্বাচিত প্রার্থী মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা থাকলেও তিনি শপথ নেননি। তবে বুধবার স্পিকারকে দেওয়া এক চিঠিতে তিনি শপথ নেবেন না বলে জানিয়েছেন। এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নিলেই তার বিরুদ্ধে দলীয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়ে রেখেছিল গণফোরাম। দলীয় সিদ্ধান্তের বিষয়টি স্পিকারকেও অবহিত করা হবে। এ ব্যাপারে সুলতান মনসুর বলেন, আমি কোনো দলের সদস্য নই। জাতীয় ঐক্যফ্রন্টের নীতি নির্ধারণী নেতা ছিলাম। কোনো দলীয় সদস্য পদে আমি ছিলাম না। ঐক্যফ্রন্ট ধানের শীষে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে আমিও ধানের শীষ প্রতিকে নির্বাচনে অংশ নেই। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: