একাদশ জাতীয় সংসদ শপথ নিলেন বিএনপির ৪ এমপি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯ একুশ ডেস্ক: জাহিদুরের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবার শপথ নিলেন বিএনপির ৪ এমপি। আজ সোমবার সন্ধা পৌনে ৬ টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিএনপি থেকে নির্বাচিত এ চারজন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। শপথ নেয়ার আগে এই চারজন জিয়াউর রহমানের মাজারও জিয়ারত করেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত শনিবার শপথ গ্রহণের গুঞ্জণকে গুজব বলে এড়িয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভুঁইয়া আজকে শপথ নিয়েছেন। তবে দলীয় এমপিরা বিদ্রোহ করে শপথ নিলেও শপথ নিচ্ছেন না বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: