ফের সংলাপ হবে জানালেন ওবয়াদুল কাদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ একুশ ডেস্ক: নির্বাচনের আগে যেসব দল এবং জোট সংলাপে অংশ নিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ফের গণভবনে ডেকে সংলাপে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার আওয়ামী লীগের এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের। কাদের জানান, নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট-যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিলো। এখন নির্বাচন শেষ হয়েছে, আমাদের নেত্রী গতকাল আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন, যাদের সঙ্গে সংলাপ হয়েছে তাদেরকে আবার আমন্ত্রণ করবেন। সংলাপ করবেন। একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্টের ‘জাতীয় সংলাপ’ করার ঘোষণা দেওয়ার এবং সরকারকে সংলাপের আহ্বান জানানোর পর তা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন ওবায়দুল কাদের। এরপর গতকাল দলীয় বৈঠকের কথা উল্লেখ্য করে দলীয় প্রধান শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে আজ রোববার জানালেন ফের সংলাপ হবে। তবে কবে নাগাদ এ সংলাপ হতে পারে সে বিষয়টি স্পষ্ট না করে খুব শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ্য করেছেন। /এসএস Comments SHARES রাজনীতি বিষয়: