সিলেটে আলিয়া মাদরাসা মাঠে ৩টায় ভাষন দিবেন প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮ একুশ নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বিকেল ৩টয় সিলেট আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন আওয়মী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় অংশ নিতে আজ শনিবার সকালে তিনি সিলেটেরে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার কিছুক্ষণ আগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সিলেট পৌঁছে প্রথমেই তিনি হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে মধ্যাহ্ন ভোজ ও নামাজ আদায় শেষে ৩ টায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন শেখ হাসিনা। সংক্ষিপ্ত এই সফর শেষে বিকেল সাড়ে ৪টায় বিমানযোগেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: