কাজ করব আল্লাহর ইচ্ছায় যতটুকু সামর্থ্য হয়: শামীম ওসমান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯ একুশ সংবাদ: সংসদ সদস্য হিসেবে গতকাল শপথ গ্রহণের পর শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, কাজ করব আল্লাহর ইচ্ছায় যতটুকু সামর্থ্য দিয়েছে। ভোটাররা ওয়াদা করেছিলো আল্লাহর নামে দোয়া করবে ভোটও দেবে। আমি ভোট চাই নাই। আমি তো শুধু দোয়া চেয়েছিলাম। ৭ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি নারায়ণগঞ্জে। যে উন্নয়ন কাজ এখনো চলছে। ভোটারদের সঙ্গে একা একা কথা বলেছি। বলেছে তাদের মনের কথা। শুনেছি। তাই এখন আমার দেওয়ার পালা। এলাকার উন্নয়ন সাধনে তিনি যেসব ওয়াদা করেছেন তা বাস্তবায়ন কঠিন কাজ বটে। তবে বর্ষীয়ানরা তার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, বর্ষীয়ানদের দোয়ার বরকতে সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। আওয়ামী লীগ দলীয় এই এমপি বলেন, তার এলাকার জনগণ তাকে যে কথা দিয়েছিলো তা রেখেছে। এতে তার দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি বলেন, গত ৪ মাস নির্বাচনে সাধারণ মানুষের দরজায় গিয়েছি। শুনেছি তাদের চাওয়া-পাওয়ার কথা। ওয়াদাও করেছি। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে সাধারণ মানুষের জন্য যদি কোথাও গিয়ে কারও পায়ে ধরতে হয় ধরব। আমার একটাই চাওয়া। নারায়ণগঞ্জের মানুষের মুখে হাসি দেখতে চাই । শুধু আল্লাহ যেন হায়াতটা রাখেন। তিনি আরো বলেন, তার সবচেয়ে বড় শক্তি বাবা মার দোয়া। বাবা মা নেই। নির্বাচনী মাঠে বর্ষীয়ান নারী পুরুষ যেভাবে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে তার জন্য দোয়া করেছেন, ওই দোয়ার বরকতেই সব কঠিন কাজ সহজ হয়ে যাবে। উল্ল্যেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত আওয়ামী লীগের নৌকা প্রতীকে শামীম ওসমান প্রায় ৩ লাখ ৯৩ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ কৃষক মনির হোসেন কাসেমী পেয়েছেন প্রায় ৭৫ হাজার ভোট। /সিএইচ Comments SHARES রাজনীতি বিষয়: