‘আগামী ৪০ বছরে আওয়ামী লীগের নাম মুছে যাবে, নইলে আমার নাম পরিবর্তন করবো’

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

ডেস্ক: ‘আগামী ৪০ বছরের মধ্যে আওয়ামী লীগের নাম মুছে যাবে। অন্তত আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। নিজেদের কর্মের ফলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে’। এমনটাই মনে করেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

এমনকি নিজের বক্তেব জোরালো করতে চ্যালেঞ্জ চুড়ে দিয়ে ব্যারিস্টার ফারহানা বলেন, আওয়ামী লীগ আগামী ৪০ বছর টিকে থাকলে থাকলে তিনি নিজের নাম পরিবর্তন করে ফেলবেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একদলীয় শাসনের দিকে যে বাংলাদেশ যাচ্ছে এর পরিস্থিতিটা কী দাঁড়াবে? আজকে যদি সরকার থেকে আওয়ামী লীগ চলে যায়, তখন বোঝা যাবে আওয়ামী লীগের কী অবস্থা। এই যে স্থানীয় সরকার নির্বাচন হলো আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, আহত ও নিহত কী পরিমাণ।

আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। প্রতিপক্ষের অভাবে তারা যে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে যুদ্ধে নেমেছে এর ফল যে কী দাঁড়াবে… একসময় না একসময় তো সরকার নামবে… তখন বোঝা যাবে আওয়ামী লীগের অস্তিত্ব থাকে কি না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাক, আওয়ামী লীগ যদি আগামী ৪০ বছরে বাংলাদেশের রাজনীতিতে এই নামে থাকতে পারে তাহলে আমি নাম পরিবর্তন করবো।

৭ এপ্রিল রাতে সময় টিভির টকশো ‘সম্পাদকীয়’তে আমন্ত্রিত অতিথি হিসেবে ‘বিএনপি’র গণঅনশন’ শীর্ষক আলোচনায় তিনি এ এসব কথা বলেন। ভিডিওটি ইউটিউবে আপলোডের পর খুব দ্রুতই ভাইরাল হতে থাকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান মুহাম্মদ রুমেল।

সম্পাদকীয় অনুষ্ঠানে রুমিন ফারহানাসহ অতিথি হিসেবে আরো উপস্থিতি বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

/আরএ

Comments