‘রাঙ্গামাটিতে নির্বাচনী কর্মকর্তা হত্যা ও রাজধানীতে বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়িদের শাস্তি দাবি’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯ ডেস্ক: রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে নির্বাচনের দায়িত্ব পালনরত প্রিজাইডিং অফিসার দুজন শিক্ষকসহ ৭ জনের প্রাণ হানির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম । আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, নিরুত্তাপ ও একদলীয় খরা নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করে জানমালের ক্ষতির কোনো অর্থ হয় না। বিশ্বের অন্যতম জনবহুল রাষ্ট্র বাংলাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শত শত উপজেলা চেয়ারম্যান মনোনীত হচ্ছে। এটা জাতির জন্য লজ্জার। বর্তমান নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। নির্বাচনের প্রতি মানুষের নুন্যতম আগ্রহ নেই উল্লেখ্য করে তিনি বলেন, এভাবে অনর্থক প্রহসনের এক তরফা নির্বাচনে দেশের জনগণের জানমালের ক্ষতি ও রাষ্ট্রের অর্থ অপচয়ের অধিকার সরকার ও নির্বাচন কমিশনের নেই। এদিকে ঢাকা বসুন্ধরা এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্র বাসের চাপায় পিষ্ট হয়ে নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সড়কে নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: