খালেদার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পদযাত্রা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা ও মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন। শনিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল মালিবাগ মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়। নয়া পল্টন থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক মগবাজাওে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ। পদযাত্রার শুরু হওয়ার আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতারা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। তার খারাপ কিছু হলে সব দায় সরকারকেই নিতে হবে।’ বিএনপি মহাসচিব দলীয় নেতাদের গ্রেপ্তার ও তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য সরকারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘শুক্রবার ছাত্রদলের ছয় নেতাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তাদেরকে ৬ ঘণ্টার মধ্যে জনসমক্ষে হাজির করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী দলের শীর্ষ নেতাদের ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি বহন করে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে। কোনো শর্ত ছাড়াই বিদেশে উন্নত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানান নেতাকর্মীরা। খালেদার মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবি করেও নানা স্লোগান দেন তারা। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে বিএনপির অন্য সব নগর ও জেলা ইউনিটও একই ধরনের কর্মসূচি পালন করে। উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ আগস্ট খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বেগম জিয়া। Comments SHARES রাজনীতি বিষয়: