শরিকদের মন্ত্রী করতেই হবে এমন শর্তে জোট হয়নি: কাদের

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

একুশ সংবাদ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রিসভায় শরিক দলের সদস্যদের না থাকা প্রসঙ্গে বলেছেন, মন্ত্রিসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপড়েন নেই। মন্ত্রী করতেই হবে এমন কোনো শর্ত দিয়ে জোট করা হয়নি।

তিনি বলেন, ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন না- সে কথা তো আমরা বলতে পারছি না।

মঙ্গলবার সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নতুন মন্ত্রিসভায় সঠিক মানুষকে সঠিক জায়গা দেয়া হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করব। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল ও যোগ-বিয়োগ হতে পারে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পুরাতন মন্ত্রীদের অনেকের নতুন মন্ত্রিসভায় জায়গা না হওয়াটা বাদ পড়া নয়। তাদের দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে- এ কথা ঠিক না। দল এবং মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্ত্বা আছে। আমি মনে করি না বাদ পড়ার কোনো বিষয় আছে।

/সিএইচ

Comments