নুসরাত হত্যা দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়: মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফেনীর সোনাগাজী মাদরাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার ঘটনাকে দেশের মানুষের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ফেনীর নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা বাংলাদেশের মানুষের জন্য এক কলঙ্কজনক অধ্যায়।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মির্জা ফখরুল আলপকালে এসব কথা বলেন।

বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক মামলায় আটক ও মামলায় জর্জরিত উল্লেখ্য করে ফখরুল বলেন, সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ নিজের মত প্রকাশ করলেই আটক হচ্ছে। পরপর দুটি নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, মন্ত্রীরা প্যারোলের কথা বললেও অফিসিয়ালি কোনো কথা সরকারের পক্ষ থেকে আসেনি। আসলে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

/আরএ

Comments