দুর্নীতি, সন্ত্রাস, গুম বিএনপির ৩ টি গুন: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকায় ভোট দিয়ে আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি, সন্ত্রাস আর গুম বিএনপির তিনটি গুন। তারা আবারও ক্ষমতায় আসলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে।

রবিবার সকালে নির্বাচনী পথসভায় নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলা সরকারি পাইলট হাই স্কুলে এসব কথা বলেন তিনি।

বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির পরাজয় নিশ্চিত। বিএনপি এখন এলোমেলো। তারা হারার আগেই হেরে গেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে তিনি বলেন, আপনারা জিতার আগে জিতবেন না। নিজেদের ভিতরের সকল হিংসা ভুলে গিয়ে ঐক্য গড়ে তুলুন।        

পথসভায় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, আওয়ামীলীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/সিএইচ

Comments