‘বাস্তবতাকে মেনে নিতে হবে, এটাই জগতের নিয়ম’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯ একুশ সংবাদ: উন্নত বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করে বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমি ১০ বছর দায়িত্বে ছিলাম। যোগ্য হলেও কোথাও আজীবন দায়িত্ব পালন করা যায় না। নতুনদের জায়গা দিতে আমার সরতে হয়েছে। তবে আমি মন্ত্রী হইনি বলে আপনারা বিচলিত হবেন না। বাস্তবতাকে মেনে নিতেই হবে এবং সেই সাথে সামনে এগিয়ে যেতে হবে। এটাই জগতের নিয়ম এবং ধারাবাহিকভাবে তা চলে আসছে। আজ সোমবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। নাহিদ বলেন, পুরনোরা না সরলে নতুনদের কিভাবে জায়গা হবে? আমরা তো এমপি হিসেবে সংসদে আছি, দলেরও দায়িত্বে আছি। নতুনরা এগিয়ে যেতে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশ জাতি ও শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে যোগ্য ও তারুণ্যনির্ভর মন্ত্রিসভা গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিদায়ী এই শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনে টানা তিনবারসহ চারবারের সংসদ সদস্য। এছাড়া টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। /সিএইচ Comments SHARES রাজনীতি বিষয়: