কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় বৈঠকে বসেন তারা। যা শেষ হয় দুপুর ১২টার কিছু আগে। বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টায় গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঈন খানের বাসায় প্রবেশ করেন। তারা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। এছাড়া গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দেশের বর্তমান রাজনেতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। Comments SHARES রাজনীতি বিষয়: