জাতীয় পার্টিকে ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়েছে: রাঙ্গা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ জাতীয় পার্টিকে ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়েছে জানিয়ে পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টিতে সবাই ঐক্যবদ্ধ আছে। পার্টির নেতৃত্বে কোনো বিভাজন নেই। রবিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রাঙ্গা বলেন, গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আর বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন বেগম রওশন এরশাদ এমপি। এছাড়া পার্টির চেয়ারম্যান ও মহাসচিব রংপুর-০৩ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবেন বলেও জানান তিনি। জাতীয় পার্টির মহাসচিব বলেন, গত রাতে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের এক বৈঠকে দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি দলেই কিছু মানুষ থাকে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা পার্টির মধ্যে বিভাজন সৃষ্টি করে। প্রতিটি পরিবারেই ঝামেলা সৃষ্টি হয়, আবার সবাই মিলে তা সমাধানও করা হয়। জাতীয় পার্টিতে সবাই ঐক্যবদ্ধ আছে। পার্টির নেতৃত্বে কোনো বিভাজন নেই। এসময় চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান রাঙ্গা। Comments SHARES রাজনীতি বিষয়: