২১তম আন্তঃজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি:  “ মাদককে না বলি, ফুটবলকে হ্যাঁ বলি”- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে মাঠে ২১ তম আন্তজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিএনবিএস ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে এ খেলার ভিডিও
কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল
হাকিম।

টুর্ণামেন্ট কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলাম সাহিদের সভাপতিত্বে রাজবাড়ী-২ আসনের
সংসদ সদস্য উদ্বোধণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিল্লুল হাকিম বলেন, খেলাধুলা
মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটায়। প্রতিটা শিশুর জন্য এলাকাতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন এই টুনামেন্ট বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের মানুষের একটি উৎসব। বর্তমান সরকারের উন্নয়নের কথা চিন্তা করে তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে রেল বন্ধ ছিল। এখন বহরপুর মাঠের পাশ দিয়ে রেলগাড়ী যাতায়াত করে। বহরপুরের মানুষ তথা বালিয়াকান্দির মানুষের জন্য এখানে একটি স্টেশন করা হয়েছে যাতে এই অঞ্চলের মানুষ ট্রেন যোগাযোগে সুবিধা পায়।

তিনি আরো বলেন, আমি কাজ করে যাচ্ছি সাধারণ মানুষের জন্য।

এ সময় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো,
বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ ওবায়েদুল হক, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন
সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন খান, বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনবিএস ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
শহিদুল ইসলাম।

উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে খুলনা জেলা ফুটবল একাদশ ৫-৪ গোলে পাবনা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলাটি পরিচলান করেন রাজবাড়ী রেফারী এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মশিউর চান্দু। উদ্বোধনী খেলায় প্রায় ১০ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

Comments