৪৮ বছর পরও ভোটাধিকারের জন্য সংগ্রাম লজ্জাজনক: প্রিন্সিপাল মাদানী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯ ডেস্ক রিপোর্ট: ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে দেশ স্বাধীনের ৪৮ বছর পরও ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে হয় যা স্বাধীন জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বাধীন বাংলাদেশের সৃষ্টি সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের হাতে আজ মানুষের ভোটাধিকার ছিনতাই হয়ে গেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠনের ঢাকা মহনাগর উত্তর দক্ষিণের যৌথ আয়োজনে ‘অধিকার আদায়ের জন্য স্বাধীনাতা সংগ্রাম : ৪৮ বছরে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিয়ামের সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আলা-মাদানী এসব কথা বলেন। প্রিন্সিপাল সৈয়দ মাদানী, বাংলাদেশীদের জন্য অনন্য এক দিন আজ। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো বিশাল। বাংলার মানুষ চেয়েছিল এমন একটি স্বাধীন রাষ্ট্র বা ভূখন্ড। যা প্রতিষ্ঠিত হবে কিছু আদর্শের ভিত্তির ওপর। সেসব আদর্শের দিকে ফিরে তাকানোর দাবি নিয়ে এসেছে স্বাধীনতা দিবস। ৪৮ বছর আগে এই দিনে জালেমের জুলুম থেকে দেশকে দখলদারমুক্ত করতে সংগ্রামে নেমে দেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছে এ জাতি। স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ জনতার ওপর একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তা-ও ৫০ বছর হতে চলল। আমাদের সব আশা এখনো পূর্ণ হয়নি সত্যি। তবুও অর্জন রয়েছে কিছু। তবে প্রাপ্তি ও অপ্রাপ্তির অঙ্কে প্রাপ্তির যোগটা একেবারেই কম। জাতি আজ গভীরভাবে উপলব্ধি করছে এই মেকী স্বাধীনতার জন্য তো আমরা যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি, স্বাধীনতা, ইনসাফ প্রতিষ্ঠা, অর্থনৈতিক, সামাজিক ও সাংকৃতিকসহ সকল ধরণের আগ্রাসন থেকে মুক্তির জন্য। কিন্তু আমাদের স্বাধীনতাকে অর্থবহ করা হয়নি। একটি শৈরশাসককে বিতাড়িত করে আরেকটি শৈরশাসককে বসানো হয়েছে। একজন ছিল বিদেশী শৈরশাসক, আরেকজন হল দেশীয় শৈরশাসক। তাদের রূপ একই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগন দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নড়ন উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাধরাণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ নেতৃবৃন্দ। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: