গণফোরামের কাউন্সিলে যোগ দিলেন মোকাব্বির

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

ডেস্ক: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যের শপথ নেওয়া যোগ দেয়ায় গণফোরামের কার্যালয় থেকে মোকাব্বির খানকে ‘গেট আউট’ বলে বের করে দিয়েছিলেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছিলো দলের পক্ষ থেকে।

ব্যবস্থা এখনো নেয়া হয়নি। কিন্তু তার আগে গণফোরামের দলীয় কাউন্সিলে যোগ দিয়ে আলোচনার জন্ম দিলেন মোকাব্বির খান। আজ শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে চলমান এই কাউন্সিলে যোগ দেন তিনি।

দীর্ঘ ৮ বছর পর বিশেষ কাউন্সিলে বসেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। পুনর্গঠনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যন্ত চাঙ্গা করা, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন করে আয়োজনের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারসহ জনগণের সামনে একটি সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য তুলে ধরা- এই তিনটি প্রধান লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে এই বিশেষ কাউন্সিল।

তবে মোকাব্বির খানের যোগ দেয়ার বিষয়ে দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেছেন, মোকাব্বিরকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ থেকেই এসেছেন।

তবে মোকাব্বির খান ড. কামালের নির্দেশেই সংসদে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন পথিক। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও এখনো নেয়া হয়নি। আর মোকাব্বির দলের সিদ্ধান্তে সংসদে শপথ নেননি। তাকে ড. কামালই পাঠিয়েছেন।

/আরএ

Comments