মঈনের ক্যামেরার প্রতিটি ছবি যেন গণমানুষের গল্প

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

প্রতিটি মানুষের একটি শিল্পী মন থাকে, কল্পনার একটি জগত থাকে। চোখ বন্ধ করে যে জগতে মনের সব রং দিয়ে একে ফেলা যায় মনের মত সব দৃশ্যপট। চট্টগ্রামের ছেলে মঈন চৌধুরী সেই রকম একজন ।

ব্যক্তি জীবনে তিনি একজন চার্টার্ড একাউন্ট্যান্ট (সি সি), এই ফটোগ্রাফার ক্যামেরা হাতে যাত্রা শুরুর পর থেকেই কল্পনার দৃশ্যপটগুলো বাস্তবে খুঁজে পেতে দাপিয়ে বেড়াচ্ছেন প্রায় পুরো বাংলাজুড়ে, তুলে আনছেন প্রিয় এই বাংলার অপরুপ প্রকৃতি, বাংলার মানুষগুলোর জীবনযাত্রা, তাদের হাসি-কান্না, সুখ-দুঃখ, দৈনন্দিন সমস্যা সব কিছুই।


প্রিয় এই বাংলার মানুষ গুলোর সাথে যেন তার অনেক সখ্য, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই যেন তার পরম আপন। খুব সহজেই মিশে যেতে পারা তার স্বভাবজাত অভ্যাস। সাধারণ মানুষের প্রতিদিনের ছোট ছোট আনন্দ বেদনার বহিঃপ্রকাশ যেন তার প্রতিটি ছবি। প্রতিটি ছবিই যেন যাপিত জীবনের এক একটি গল্প। প্রতিটি ছবিই যেন গল্প বলে মেহনতি মানুষের কিংবা তাদের উচ্ছলতার।


পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরী জীবনে পা দিয়ে কিনে ফেলেন তার প্রিয় ক্যামেরাটি। শুরু হয় কল্পনাকে বাস্তব রুপ দেওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা। ফটোগ্রাফির উপর বেসিক কোর্সের পাশাপাশি স্বনামধন্য অনেক ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান থেকে  বিষয়ভিত্তিক শিক্ষা নিয়েছেন এবং এখনো নিয়ে যাচ্ছেন। চ্যালেঞ্জিং পেশায় চাকুরীরত থেকেও অবসর পেলেই ক্যামেরা কাঁধে ছুটে যান জীবনের গল্পগুলো ফ্রেম বন্দী করতে। আর সেই গল্পগুলোই ইতোমধ্যে তাকে এনে দিয়েছে দেশি বিদেশি অনেক পুরষ্কার।


হাটহাজারীস্থ এনয়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের হাতেখড়ি হওয়ার পরপরই  পিতামাতার হাত ধরে শহরে এসে ভর্তি হন মেমন গ্রামার স্কুলে। সেখানে প্রাথমিক এবং চট্টগ্রাম সরকারী মুসলিম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক, সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে এইচ এস সি এবং জাতীয় বিশ্ববিদ্যালের অধীনে একই ক্যাম্পাসে মাস্টার্স ও পরবর্তীতে চার্টার্ড একাউন্ট্যান্সি (সিসি) সম্পন্ন করা এই তরুণ বর্তমানে কর্মরত আছেন হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড এর ম্যানেজার (একাউন্টস) হিসেবে।

ভীষণ বন্ধু প্রিয় এই তরুণ শিল্প চর্চা করতেন ছোটবেলা থেকেই। তার লেখা অনেক কবিতা নানা সময়ে প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে। মহসিন কলেজ ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মঈন চৌধুরী বর্তমানে জড়িত আছেন অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে।

মানবতার পথে অনেকটা দূর হেঁটে আসা এই তরুণ ছোট ছোট নিষ্পাপ চেহারার হাসি গুলো কিংবা শত প্রতিকুলতার মধ্যে হাসতে জানা মানুষদের হাসির মধ্যেই খুঁজে পান তার অনুপ্রেরণা।

আগামী ৮-৯ই ফেব্রুয়ারি, চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে তরুণ এই আলোকচিত্রীর একক প্রদর্শনী ‘আলোকচিত্রে বাংলাদেশ’ যেখানে খুঁজে পাবেন তাঁর ক্যামেরা তোলা গণমানুষের গল্প।

লেখক: ইমরান হোসাইন
সাংস্কৃতিক কর্মী ও তরুণ আলোকচিত্রী     

/সিএইচ

Comments