গাড়িটি নিয়ে এত হইচই কেন? একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ পৃথিবীর সবচেয়ে কালো গাড়ি বাজারে এনেছে বিএমডব্লিউ। যাকে বলে ‘কালোর চেয়েও কালো’। গাড়িটির নাম ‘ভ্যান্টাব্ল্যাক’। ইতিহাসের সবচেয়ে কালো রঙে গাড়িটি নির্মাণ করেছে গাড়ির জায়ান্ট বিএমডব্লিউ। গাড়িপ্রেমীদের চমকে দিতেই এ আয়োজন। তৃতীয় প্রজন্মের গাড়ি এক্স-৬-এর একটি বিশেষ ভার্সনে এই রং ব্যবহার করা হয়েছে তাদের । এক বিবৃতিতে বিএমডব্লিউ জানিয়েছে, ভ্যান্টাব্ল্যাকের বিশেষত্ব হল এটি ৯৯ শতাংশ আলো শোষণ করে নেয়। ২০১৬ সালে এই রঙের পেটেন্ট করা হয়। কিন্তু এর আগে কোনো গাড়িতে তারা এই কালো রং ব্যবহার করেনি। সামান্য কিছু ভাগ্যবান ব্যক্তি এই আকর্ষণীয় রঙের গাড়ি ব্যবহার করার সুযোগ পাবেন। কোম্পানিটি জানায়, এই সুপার ব্ল্যাক রঙের কারণে যে কোনো অ্যাঙ্গেলেই গাড়িটিতে ব্যক্তির প্রতিবিম্ব দেখা যাবে। নতুন এক্স-৬-এর নকশাকার হুসেইন আল-আত্তার বলেছেন, এই রংটি চোখকে অত্যন্ত আরাম দেবে। সূত্র: সিএনএন। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: