আমাদের ধর্মকে অনুসরণ করতে পারলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো: মেনন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯ ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সা. তাঁর বিদায়ী ভাষণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি সেই ভাষণে নারীর প্রতি বৈষম্য না করতে, তাদের সম্মান এবং সুরক্ষার জন্য নির্দেশ দিয়ে গেছেন। মেনন বলেন, ধর্ম শান্তির জন্য। সেই শান্তির ধর্মকে বাংলাদেশ অনুসরণ করে, উগ্রতাকে নয়। আজকে তাই প্রকৃতভাবেই আমাদের ধর্মকে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রাশেদ খান মেনন আরো বলেন, দেশে একটি বিশেষ মহল ধর্ম নিয়ে বড় বড় কথা বললেও তা অনুসরণ করে না। তারা নারীদের সম্মান করে না। ফলে সমাজের মধ্যে সৃষ্টি হয় বিভাজন এবং উগ্রতা। এর বিপরীতে আজকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুকবার মালিবাগ বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে জুমার নামাজের আগে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। মেনন সম্প্রতি জাতীয় সংসদে কওমি মাদরাসা ও আল্লামা আহমদ শফীকে উদ্দেশ্য করে কটাক্ষমূলক বক্তব্য দিয়ে সমালোচিত হন। এ নিয়ে গতকাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজত। এরইমধ্যে গতকালকেই মেননের এমন বক্তব্য সামাজিত যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উল্লেখ্য, রাশেদ খান মেনন দু’বছর আগে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদটি এখন তিন তলায় উন্নীত করা হবে। তিনি এই মসজিদ এবং দেশের সকল মসজিদের যথাযথ উন্নয়নের জন্য বরাদ্দ তহবিল সঠিকভাবে ব্যবহার করার জন্য আহ্বান জানান। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: