লোহাগাড়ায় প্রচারণায় সরগরম অলিগলি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৯ আরিফুল ইসলাম রিফাত, চট্টগ্রাম: ব্যালট পেপার জটিলতায় স্থগিত হওয়ার পর অবশেষে নতুন তারিখে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে আগামী রোববার (৩১মার্চ) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচন ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অপরদিকে শেষ মুহুর্তে এসে ভোট যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে এই এলাকার নির্বাচনি মাঠ। দখিনা হাওয়ার মতো চারিদিকে বইছে নির্বাচনি আমেজ। কোন প্রার্থীকে নিজের মূল্যবান ভোটটি প্রদান করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এ নিয়ে হাটে ঘাটে মাঠে চায়ের আড্ডা মহল্লার উঠোন বৈঠক সর্বত্রই এখন নির্বাচনি আলাপ আলোচনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। চায়ের কাপে চুমুক চুমুক দিতে দিতে আলোচনা সমালোচনার ঝড় তুলছেন ভোটাররা। নির্বাচনি আলোচনা ছাড়া অন্য কোনো আলাপ প্রাধান্য পাচ্ছে না। এ যেন এক অন্যরকম অনুভূতি। চারদিকে নির্বাচনি হাওয়া আর হাওয়া। শেষ মুহূর্তে অলিগলিতে ঝুলছে নির্বাচনি পোস্টার, ফেস্টুন। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন তারা হলেন,খোরশেদ আলম চৌধুরী (নৌকা), জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস), এস এম ছলিম উদ্দিন খোকন (দাওয়াত কলম)। অপরদিকে ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ০৪জন করে মোট ০৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, এম. ইব্রাহীম কবির (টিউবওয়েল), মো. আরমান বাবু (তালা), মোহাম্মদ মিজানুর রহমান (মাইক), মোহাম্মদ সরওয়ার মামুন (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরীর স্ত্রী জেসমিন আক্তার(কলসি), আবদুল জব্বারের স্ত্রী জেসমিন আক্তার (ফুটবল), শাহীন আক্তার (হাঁস) ও পারভিন আক্তার (প্রজাপতি)। তবে এই নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা এই উপজেলাবাসীর। বিআইজে/ Comments SHARES নির্বাচন বিষয়: সরগরম অলিগলি