নির্বাচনে নাশকতা ও সহিংসতার পরিকল্পনার আশঙ্কা ওবায়দুল কাদেরের

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নাশকতাকারীরা যতই পরিকল্পনা করুক, কিন্তু সফল হবে না। যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তাতে তাদের সকল পরিকল্পনা ব্যর্থ হবে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদী সেতু এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা হতে পারে এমনটা আশঙ্কা করে ওবায়দুল কাদের বলেন, যেভাবে চোরাগুপ্তা হামলা হচ্ছে, এটাই চিন্তার কারণ। তবে আমরা প্রস্তুত আছি। জনগণ অনেক বেশি উৎসবমুখর। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীরাও খুব সচেতন রয়েছে। যত চক্রান্ত হোক, এই অপচেষ্টা ব্যর্থ হবে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ দলীয় নেতাকর্মীরা।

/এসএস

Comments