মন্ত্রীসভায় নেই জোট শরীকদের কেউ; যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে আজ। ৪৭-সদস্যের এবারের মন্ত্রিপরিষদে জায়গা হয়নি মহাজোটের শরিক দলের কারোর।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউকে মন্ত্রিপরিষদে স্থান দেয়ার শর্তে ১৪ দলীয় জোট গঠন করা হয়নি।

তবে আগামী পাঁচ বছরে মন্ত্রিসভায় অনেক রদবদল হতে পারে উল্লেখ্য করে তিনি বলেন, তখন জোট থেকে বা দল থেকে অনেকেই আসতে পারে মন্ত্রীসভায়।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, ১৪ দলীয় জোট কাউকে মন্ত্রী করার শর্তে গঠন করা হয়নি। মন্ত্রী হলে জোটে আছি, না হলে নাই—বিষয়টি এমন নয়।

আর তা ছাড়া পাঁচ বছর অনেক বড় সময়। এর ভেতরে অনেক রদবদল হতে পারে। তখন জোট থেকে বা দলের ভেতর থেকে অনেকেরই ডাক পড়তে পারে।

/এসএস

Comments