বিরোধী দল সংসদে থাকুক জনগণ তা চায় না: রাঙ্গা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

একুশ নিউজ: সংসদে বিরোধী দল থাকুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের প্রথম সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে থাকবে বলে জানিয়ে রাঙ্গা বলেন, জাপা মহাজোটে ছিল, আছে, থাকবে। এসময় তিনি দাবি করেন, জনগণ চায় না বিরোধী দল সংসদে থাকুক।

জাতীয় পার্টি মহাসচিব বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৮টি আসন মহাজোট পেয়েছে। ২৮৮টিতেই মানুষ ভোট দিয়েছে মহাজোটের পক্ষে। সুতরাং আপনাদের ধরে নিতে হবে মানুষ বড় ধরনের কোনো বিরোধী দল চায় না।

মানুষ সরকারের ওপর সন্তুষ্ট বলেই মহাজোটকে একচেটিয়া ভোট দিয়েছে বলেও উল্লেখ করেন জাপা মহাসচিব আরও বলেন, সরকার বা বিরোধী দল কোথাও থাকতে আমাদের আপত্তি নেই। আমাদের সংসদ সদস্যদের সিদ্ধান্ত এলাকার উন্নয়নের জন্য সবাই মহাজোটে থাকতে আগ্রহী।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নতুন সরকারের অংশীদারিত্ব চায় না জাতীয় পার্টির নেতাকর্মীরা

এদিকে জাতীয় পার্টির অধিকাংশ নেতাকর্মী চান না জাতীয় পার্টি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ নিয়ে আওয়ামী লীগের নতুন সরকারের অংশীদারিত্ব করুক। তারা নিজেদের দলকে জাতীয় সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকায় দেখতে চান।

দলের জ্যেষ্ঠ নেতাদের দ্বৈত অবস্থান তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। নেতাকর্মীরা মনে করেন দলের দু-চারজন নেতা মন্ত্রী হওয়ার জন্য ব্যক্তিস্বার্থে দলের বড় স্বার্থকে জলাঞ্জলি দেয়ার ষড়যন্ত্রে নেমেছেন।

এদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, প্রকৃত অর্থে বিরোধী দল হতে না পারলে জাতীয় পার্টি ধ্বংস হয়ে যাবে। ত্যাগী নেতাকর্মীরা তাদের প্রিয় দলের এ করুণ পরিণতি দেখতে চান না। বরং জনমুখী বিরোধী দলের ভূমিকা নিয়ে দলকে শক্ত হাতে এগিয়ে নেয়ার দাবি জানান।

/সিএইচ

Comments