দেশে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নেই: সৈয়দ ফয়জুল করীম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯ একুশ নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা মানুষের স্বাধীন ভোটাধিকার হরণের পাশাপাশি জনগণের বাকস্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণে উদ্যত হয়েছে। একটি সভ্য ও স্বাধীন জাতি হিসেবে আমরা কিছুতেই তা মেনে নিতে পারি না। কোন অবস্থাতেই মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ার এখতিয়ার কারো নেই। এমতাবস্থায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসতে হবে। তিনি বলেন, স্বাধীন ভোটাধিকারসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জনগণের ক্ষোভের নিরসন না করে নির্বাচন কমিশন নতুন করে উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করায় দেশে নতুন সঙ্কট সৃষ্টি করবে। গতকাল সন্ধ্যায় পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা সদরে আয়োজিত বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতীবগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। মুফতী ফয়জুল করীম বলেন, দীন থেকে বিমুখ হওয়ার কারণে দেশে নৈতিকতাহীন কাজ বেড়ে চলছে। খুন ও ধর্ষণ সীমা অতিক্রম করছে। এমতাবস্থায় সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে। /আইকে Comments SHARES রাজনীতি বিষয়: