নির্বাচনে সংলাপের নামে সরকার জাতির সাথে প্রতারণা করেছে: গাজী আতাউর রহমান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনের আগে সংলাপের আগে সরকারী দল জাতীর সাথে প্রতারণা করেছে। সবাইকে মিথ্যে আশ্বাস দিয়ে অস্ত্রের জোরে একটি এক দলীয় নির্বাচন আদায় করে নিয়েছে। এসময় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবার সাথে প্রতারণা করেছেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আমার উপর বিশ্বাস রাখুন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা প্রয়োজন তাই করবো। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। গাজী আতউর রহমান বলেন, এমন আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তার কথা রাখেননি। তিনি বরং তার দলকে পনুরায় ক্ষমতায় আনতে মানুষের ভোটাধিকার হরণ করেছেন। রাতের আঁধারে ব্যালট ভর্তি করে ক্ষমতায় এসেছেন। রোববার দুপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনের গোল্ডেনপ্লেট রেস্টুরেন্ট আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বর্তমানে সংবাদ এবং সংবাদ কর্মীরা নিয়ন্ত্রিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সাংবাদিকেদের এখন স্বাধীনতা নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সত্য কথাগুলো প্রকাশ্যে বলতে পারে না। এক অদৃশ্য শক্তির চাপে সাংবাদিক সমাজ ভীত ও জিম্মি হয়ে আছেন বলে তিনি মন্তব্য করেন। নির্বাচনে অনিয়মের কারণে ভোটারদের এখন আর কোনো নির্বাচনের প্রতি আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সারাদেশে উপজেলা নির্বাচন হচ্ছে কিন্তু ভোটারদের কোনো আগ্রহ নেই। ভোটার এখন বিশ্বাস করে না তাদের ভোটে কেউ নির্বাচিত হবে। কারণ, নির্বাচনের আগেই বিজয়ী চিহ্নিত হয়ে যায়। বর্তমানে বিশেষ দলের মনোনয়ন পাওয়া যেন নির্বাচনে বিজয়ী হওয়ার উপায় হয়ে গেছে। রাতের আঁধারে ভোটের আগেই ব্যালট ভর্তি করে ফেলার কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছে। এসময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইউম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি কে.এম.আতিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সাবেক কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার ও যোগাযোগ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ-এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিলসহ কেন্দ্র ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত হয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পথচলায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: