আয়ারল্যান্ড সিরিজ আয়ারল্যান্ড সিরিজে ডাক পেয়েছেন মৃত্যুঞ্জয়, অভিষেকের অপেক্ষা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মৃত্যঞ্জয়। ইংল্যান্ডের মাটিতে আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলে নেই পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে তাসকিন ছিটকে গিয়েছিলেন। সেই জায়গাতেই সুযোগ পাচ্ছেন মৃত্যঞ্জয়। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে তাসকিন ছাড়াও এবার নেই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মৃত্যুঞ্জয় ছাড়াও দলে এসেছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। উল্লেখ্য, ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ জয়ী বিশ্বকাপ দলে প্রাথমিকভাবে থাকলেও চোটের কারণে আগেভাগেই দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। এর আগের বিপিএলটা দারুণ কাটলেও সর্বশেষ মৌসুমে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি ২১ বছর বয়সী। তবে ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমের মতো এবারও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন মৃত্যুঞ্জয়। এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি ৯ উইকেট নিয়েছেন ২৭.৮৮ গড়ে, সেরা বোলিং ৩১ রানে ৩ উইকেট। /এফআর/একুশনিউজ/ Comments SHARES খেলাধুলা বিষয়: